১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জামালপুরে সুস্থ হয়ে ফের করোনায় আক্রান্ত, নতুন শনাক্ত ১০

জামালপুরে সুস্থ হয়ে ফের করোনায় আক্রান্ত, নতুন শনাক্ত ১০ - ফাইল ছবি

জমালপুরে এক ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে ফের করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নতুন শনাক্ত ১০ জনের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার প্রণয় কান্তি দাস।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় সাতজন,  মেলান্দহে একজন, সরিষাবাড়িতে একজন ও বকশীগঞ্জে একজন। এ নিয়ে জামালপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ২৫৪ জনে।

খোঁজ নিয়ে জানা গেছে,  নতুন আক্রান্তদের মধ্যে যমুনা সারকারখানা এলাকায় তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ রয়েছেন। তার বয়স ৩৮ বছর।

এছাড়া জামালপুর সদরের ৩৯ বছর বয়সের এক ব্যক্তি সুস্থ হয়ে আবারো করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে তিনি প্রাতিষ্ঠানিক করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে সুস্থ হন। এরপর নিজ বাসায় ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ার আগেই ফের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা জামালপুরে এটাই প্রথম। সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টিকে ব্যতিক্রম হিসেবে দেখছেন। তার উপসর্গ স্বাভাবিক থাকায় এবার তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হচ্ছে।

নতুন আক্রান্তদের মধ্যে এর আগে শনাক্ত হওয়া দুই বছর বয়সের এক মেয়ের মা (২২) রয়েছে। গত ২২ মে শিশুটির করোনা শনাক্ত হওয়ার পর ১২ দিন ধরে শিশুর সাথে হাসপাতালে রয়েছে মা। আইসোলেশনে রাখা হচ্ছে তার মাকেও।

এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে জামালপুর শহরের  ফৌজদারি মোড় এলাকার ভাড়াটে বাসিন্দা সদর থানায় কর্মরত একজন পুলিশ কনস্টেবল (৩৮), মৃধাপাড়া এলাকায় ভাড়াটে বাসিন্দা পদ্মা ব্যাংক জামালপুর শাখার একজন সহকারী কর্মকর্তা (৩৪), সদরের কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়ায় জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একজন প্রশিক্ষক (৪১), জামালপুর শহরের পাথালিয়া এলাকার এক ব্যক্তি (৫২) এবং শ্রীপুর ইউনিয়নের গোলারবাগ গ্রামে ১১ বছর বয়সের এক মেয়ে।

করোনা পজিটিভ হলেও তারা সুস্থতা বোধ করায় প্রত্যেককে হোম আইসোলেশনে রাখা হচ্ছে বলে জানান স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের সিভিল সার্জন জানান, ২ জুন ময়মনসিংহের পিসিআর ল্যাবে জামালপুর জেলার ৯১টি নমুনা পরীক্ষায় নতুন এই ১০ জনের করোনা শনাক্ত হয়। তাদেরকে প্রাতিষ্ঠানিক ও বাসাবাড়িতে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল