২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ঈশ্বরগঞ্জে ৮ হাজার পরিবারের মাঝে বিএনপির খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ

ঈশ্বরগঞ্জে ৮ হাজার পরিবারের মাঝে বিএনপির খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া আট হাজার পরিবারের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি। কর্মহীন এসব মানুষের দুর্ভোগ লাঘবের জন্য পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

চতুর্থ ধাপে রোববার দুপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ঈশ্বরগঞ্জ পৌরসভাসহ ১১টি ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে ইতোমধ্যে তিনটি ধাপে ছয় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এরই ধারাবাহিকতায় রোববার চতুর্থ ধাপে আরো দুই হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।

খাদ্য ও ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সেমাই, তেল, সাবান। উক্ত সামগ্রীগুলো দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হুসেন মোহাম্মদ মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তারেক, ছাত্রনেতা ফরহাদ আহম্মেদ, রনি, মোরসালিন আহম্মেদ রাজু, রিজনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

লুৎফুল্লাহেল মাজেদ বাবু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রীর পাশাপাশি ঈদসামগ্রী বিতরণ করা হচ্ছে। উক্ত ঈদসামগ্রী দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।


আরো সংবাদ



premium cement

সকল