১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

জামালপুরে ১০টাকা কেজি দরের দেড় টন চাল উদ্ধার

জামালপুরে ১০টাকা কেজি দরের দেড় টন চাল উদ্ধার - ছবি : সংগৃহীত

জামালপুরে হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির দেড় টন চাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে রাত সাড়ে ৮টার দিকে এ চাল উদ্ধার করা হয়।

জেলার মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীনের নেতৃত্ব উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নের বেতমারী গ্রামের এক গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেতমারী গ্রামের আব্দুল জব্বার নামে এক চাল বেপারির গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় টন চাল উদ্ধার করা হয়েছে। এই চাল হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে বরাদ্দকৃত ছিল। চাল চোরাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই অসাধু বেপারি পলাতক রয়েছেন।


আরো সংবাদ



premium cement