২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হাসপাতালের আয়া করোনা আক্রান্ত, রোগীদের বাড়ি লকডাউন

-

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মাঝপাড়া গ্রামে দুই পরিবারের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে এ ঘোষণা দেয়া হয়েছে।

জানা গেছে, পাশের শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা সরকারি হাসপাতালের একজন আয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের আশঙ্কায় ওই হাসপাতালে চিকিৎসাধীন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দুই পরিবারের দুই শিশুসহ সব রোগীদের ছুটি দেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই দুই শিশুর বাড়ি বকশীগঞ্জ পৌরসভার মাঝপাড়া গ্রামে। তারা বাড়িতে ফিরে গেলে এলাকায় আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার সোমবার দুপুরে ওই গ্রামে গিয়ে দুটি পরিবারের ১০টি বাড়ি লকডাউন করে বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। লকডাউন নিশ্চিত করতে ওই গ্রামে পুলিশ ও গ্রামপুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার সাংবাদিকদের জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ১০টি বাড়ির সবাইকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। লকডাউন চলাকালে প্রয়োজনে তাদেরকে সরকারি খাদ্য সহায়তাও দেয়া হবে।


আরো সংবাদ



premium cement