২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গফরগাঁওয়ে ট্রেন-নছিমন সংর্ঘষে আহত ৫

- নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনের সাথে নছিমনের সংর্ঘষে ৫ ট্রেনযাত্রী আহত হয়েছেন। এসময় নছিমনটি দুমড়ে মুচড়ে যায়। বুধবার সকাল ১১টায় ময়মনসিংহের গফরগাঁওয়ের শহীদনগর এলাকায় অনুমোদনহীন রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের শহীদনগর এলাকায় বুধবার সকাল ১১টার দিকে একটি নছিমন অনুমোদনহীন রেলক্রসিং পার হওয়ার সময় আটকে যায়। ঠিক এ সময় বিপরীত পাশ থেকে ট্রেন আসতে দেখে চালকসহ যাত্রীরা নছিমনটি লাইনের ওপর ফেলে চলে যায়। পরে ট্রেনের ধাক্কায় নছিমনটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রেনের হাওয়ার পাইপটি ছিঁড়ে ট্রেনটি থেমে যায়। এতে ট্রেনের পাঁচজন যাত্রী আহত হয়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ট্রেনের হাওয়ার পাইপটি মেরামত করে ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে যায়।

স্থানীয় পাইথল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বড় দুর্ঘটনায় হাত থেকে যাত্রীসহ ট্রেনটি রক্ষা পেয়েছে।


আরো সংবাদ



premium cement