২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন সাহিত্য ও সংস্কৃতিচর্চা করতে হবে : ড. গাজী হাসান

পুরস্কার বিতরণ করছেন প্রফেসর ড. গাজী হাসান কামাল। - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেছেন, সুস্থ সমাজ গঠন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন সাহিত্য ও সংস্কৃতিচর্চা করতে হবে।

বুধবার সকালে ময়মনসিংহ টাউনহল অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের বার্ষিক বির্তক, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ হাবিবুর রহমান। এসময় কলেজ পরিচালনা পর্ষদের পরিচালক আব্দুর রাজ্জাকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করে।


আরো সংবাদ



premium cement