১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ময়মনসিংহে পুলিশী বাধার মধ্যে বিএনপির র‌্যালি ও সমাবেশ

-

পুলিশের বাধার মধ্যেই ময়মনসিংহে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ে থেকে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করলে পুলিশের বাধার মুখে বেশিদূর যেতে পারেনি। পরে পুলিশ বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।

এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী রানা, যুগ্ম-সম্পাদক শাহ শিব্বির আহমদ বুলু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ রতন আকন্দ, বিএনপি নেতা অ্যাডভোকেট এম এ হান্নান খান, এনামুল হক আকন্দ লিটন, যুবদলের দক্ষিণ জেলা সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল আলম রাজু, মহানগর সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, স্বেচ্ছাসেবকদলের দক্ষিণ জেলা সভাপতি শহিদুল আমিন খসরু, মহানগর সভাপতি আতাহার হোসেন তালুকদার রিপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল, ছাত্রদলের দক্ষিণ জেলা সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু রায়হান, মহানগর সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমদ রবিন, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপির চেয়ারপারসন বেঘম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, পুলিশী বাধার কারণে বিএনপিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‌্যালি করতে দেয়নি। নেতাকর্মীদেরকে দলীয় কার্যালয়ে আসতেও বাধা দেয়া হয়েছে। রাতে নেতাদের বাড়ি বাড়ি পুলিশ হানা দিয়েছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে।

এদিকে তারাকান্দায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে। দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনিসংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজালা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, যুগ্ম-আহবায়ক এস এম আমিনুল ইসলাম, শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল মিয়া প্রমুখ।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল