১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বিচ্ছেদ জো-সোফির! সন্তানের দায়িত্ব পেলেন কে?

বিচ্ছেদ জো-সোফির! সন্তানের দায়িত্ব পেলেন কে? - ফাইল ছবি

তখন ছিল সুখের সময়। দাম্পত্যে তখনো প্রেম অটুট। জো জোনাস, সোফি টার্নার পরস্পর পরস্পরকে চোখে হারাতেন। সেই রসায়ন তাদের প্রত্যেক ছবিতে। ওই ছবি এখনো সামাজিক পাতায় জ্বলজ্বল করছে। কেবল বদলে গেছে বাস্তবতা। বিয়ের চার বছরের মাথায় বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ দুই তারকা। জোনাস ব্রাদার্সের পরিবারে ভাঙন, খবর ছড়াতেই হইচই আন্তর্জাতিক মহল্লায়। প্রশ্ন, তারকা সন্তানদের দায়িত্বই বা কে পেলেন?

খবর, আপাতত দুই তারকা যৌথভাবে তাদের দুই সন্তানের দায়িত্ব পালনের জন্য আদালতকে জানিয়েছেন। আদালতে পেশ করা নথি অনুযায়ী তাঁদের বড় মেয়ে উইলার বয়স তিন বছর। ছোট মেয়ে ডি মাত্র ১৪ মাসের। তারা যাতে মা-বাবার স্নেহছায়ায় বড় হতে পারে। এর জন্য বিয়ের আগেই পপ তারকা এবং অভিনেত্রী একটি প্রাক চুক্তি করে নিয়েছিলেন। আদালতের কাছে তাই তাদের আবেদন, সন্তানের কারণে তারা নিয়মিত যোগাযোগে থাকবেন- এই অনুমতি যেন তাদের দেয়া হয়।

জো-সোফির আলাপ সামাজিক মাধ্যমে। সামাজিক পাতায় নিয়মিত যোগাযোগের পরে তারা ডেট শুরু করেন। এভাবে কয়েক বছর চলার পরে ২০১৮-য় তারা বাগদান করেন। পরের বছর বিয়ের বাঁধনে বাঁধা পড়েন। প্রথম দুই বছর সুন্দর কেটেছে তাদের। গোল বেঁধেছে তৃতীয় বছর থেকে। ক্রমশ সম্পর্কের অবনতি হওয়ায় একটা সময়ের পরে দুজনেই সিদ্ধান্তে আসেন, বিয়ে ভাঙবেন।
সোফির বিরুদ্ধে জো-এর অভিযোগ, সোফি পার্টি, হুল্লোড়, বন্ধুবান্ধবদের নিয়ে সময় কাটাতে বেশি ভালোবাসেন। ততটাও সংসারী নন। অন্যদিকে, জো ভীষণ ঘরোয়া। তিনি দুই সন্তানের দেখভাল বেশি করতেন। সেই জায়গা থেকেই তার দাবি, তিনি সন্তানের দায়িত্ব ৫০ শতাংশ পেতে চান। বাকিটা সোফি সামলাবেন।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement
স্বতন্ত্র প্রার্থীরা ‘এক শতাংশ ভোটারের সমর্থন’ নিয়ে বিপাকে ২ পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

সকল