বিচ্ছেদ জো-সোফির! সন্তানের দায়িত্ব পেলেন কে?
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১

তখন ছিল সুখের সময়। দাম্পত্যে তখনো প্রেম অটুট। জো জোনাস, সোফি টার্নার পরস্পর পরস্পরকে চোখে হারাতেন। সেই রসায়ন তাদের প্রত্যেক ছবিতে। ওই ছবি এখনো সামাজিক পাতায় জ্বলজ্বল করছে। কেবল বদলে গেছে বাস্তবতা। বিয়ের চার বছরের মাথায় বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ দুই তারকা। জোনাস ব্রাদার্সের পরিবারে ভাঙন, খবর ছড়াতেই হইচই আন্তর্জাতিক মহল্লায়। প্রশ্ন, তারকা সন্তানদের দায়িত্বই বা কে পেলেন?
খবর, আপাতত দুই তারকা যৌথভাবে তাদের দুই সন্তানের দায়িত্ব পালনের জন্য আদালতকে জানিয়েছেন। আদালতে পেশ করা নথি অনুযায়ী তাঁদের বড় মেয়ে উইলার বয়স তিন বছর। ছোট মেয়ে ডি মাত্র ১৪ মাসের। তারা যাতে মা-বাবার স্নেহছায়ায় বড় হতে পারে। এর জন্য বিয়ের আগেই পপ তারকা এবং অভিনেত্রী একটি প্রাক চুক্তি করে নিয়েছিলেন। আদালতের কাছে তাই তাদের আবেদন, সন্তানের কারণে তারা নিয়মিত যোগাযোগে থাকবেন- এই অনুমতি যেন তাদের দেয়া হয়।
জো-সোফির আলাপ সামাজিক মাধ্যমে। সামাজিক পাতায় নিয়মিত যোগাযোগের পরে তারা ডেট শুরু করেন। এভাবে কয়েক বছর চলার পরে ২০১৮-য় তারা বাগদান করেন। পরের বছর বিয়ের বাঁধনে বাঁধা পড়েন। প্রথম দুই বছর সুন্দর কেটেছে তাদের। গোল বেঁধেছে তৃতীয় বছর থেকে। ক্রমশ সম্পর্কের অবনতি হওয়ায় একটা সময়ের পরে দুজনেই সিদ্ধান্তে আসেন, বিয়ে ভাঙবেন।
সোফির বিরুদ্ধে জো-এর অভিযোগ, সোফি পার্টি, হুল্লোড়, বন্ধুবান্ধবদের নিয়ে সময় কাটাতে বেশি ভালোবাসেন। ততটাও সংসারী নন। অন্যদিকে, জো ভীষণ ঘরোয়া। তিনি দুই সন্তানের দেখভাল বেশি করতেন। সেই জায়গা থেকেই তার দাবি, তিনি সন্তানের দায়িত্ব ৫০ শতাংশ পেতে চান। বাকিটা সোফি সামলাবেন।
সূত্র : আজকাল