২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০, ১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

উমর ফারুকের কথায় শাহীন বিশ্বাসের নতুন গান

উমর ফারুকের কথায় শাহীন বিশ্বাসের নতুন গান। - ছবি : সংগৃহীত

শোবিজ জগতে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করে নিচ্ছেন গীতিকার উমর ফারুক। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও প্রাবন্ধিক। তার লেখা নতুন গান ‘বিরহের আগুনে’ কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহীন বিশ্বাস। কষ্টের এই গানটির সুর করেছেন শিল্পী নিজেই। গানের মিউজিক করেছেন মেধাবী সঙ্গীত নির্মাতা নেয়ামত হোসেন। গানটি ইউটিউব চ্যানেল ‘আগামী ভিশন’ থেকে প্রকাশ পেয়েছে। ইতোমধ্যে গানটি শ্রোতাদের মনে দোলা দিয়েছে।

গানের বিষয়ে জানতে চাইলে কণ্ঠশিল্পী শাহীন বিশ্বাস বলেন, গানই আমার নেশা পেশা। গানের মধ্যে জীবন খুঁজে পাই। আর ভালো গান করার ইচ্ছে সব সময়। গীতকার উমর ফারুকের লেখা গানটি আমার খুব ভালো লেগেছে। দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। ‘আগামী ভিশন’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। শ্রোতারা গানটি বেশ উপভোগ করছেন।

গীতিকার উমর ফারুক বলেন, লেখালেখি করি নিয়মিত। গান লেখি মনের তাড়না থেকে। ভালো গান লেখার চেষ্টা করি সব সময়। এই গানটিও সেই চেষ্টার সিড়ি বেয়ে আসা। কণ্ঠশিল্পী শাহীন বিশ্বাস ভালো সুর করেছেন ও তার দরদী কণ্ঠে গানটি গেয়েছেন। আর অভিজ্ঞ সঙ্গীত পরিচালক নেয়ামত হোসেনও চমৎকারভাবে মিউজিক করেছেন। সবমিলে শ্রোতাদের ভালো লাগার মত হয়েছে গানটি।

গানের সফলতা কামনা করে সঙ্গীত পরিচালক নেয়ামত হোসেন বলেন, কণ্ঠশিল্পী শাহীন বিশ্বাস সব সময় ভালো গান করেন। তার সুরে গীতিকার উমর ফারুকের নতুন গানটির সঙ্গীত পরিচালনা করেছি। গান ভালো হয়েছে। সঙ্গীত প্রয়োজনা প্রতিষ্ঠান ‘আগামী ভিশন’ থেকে গানটি প্রকাশ পেয়েছে। গানটি শ্রোতারা গ্রহণ করেছে। এটাই আমার ভালো লাগা।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রভাবিত করবে না : দীপু মনি ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নেই’ তামিম ইস্যুতে রাত ১১টায় মুখ খুলবেন সাকিব! ফেনীতে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নিজাম হাজারী ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী লাখের নিচে স্বর্ণের ভরি বাংলাদেশ-জাপান ও উত্তর-পূর্ব ভারতকে সংযুক্ত করে প্ল্যাটফর্ম গঠনের সুপারিশ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে প্রধান বিচারপতির প্রতি ইউএলএফের আহ্বান মালয়েশিয়ায় এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু

সকল