২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চলচ্চিত্রে সংগীত শিল্পি আনা নাসরীন

- ছবি : সংগৃহীত

ডাবিং সম্পন্ন হলো সংগীত শিল্পি আনা নাসরীন অভিনীত বা 'সীমান্ত পেরিয়ে' চলচ্চিত্রের।

গত বছর ডিসেম্বরে অরণ্য আনোয়ার নির্মিত ওয়েবফিল্ম এই কিশোর থ্রিলারে একটি রহস্যময় চরিত্রে অভিনয় করছেন তিনি।

আপাতদৃষ্টিতে প্রকৃতিপ্রেমি, ভ্রমণ পিয়াসি, আপন মনে গান গেয়ে ঘুরে বেড়ানো বহেমিয়ান একটি চরিত্রের আড়ালে লুকিয়ে রাখা হয় তার স্বরূপ। প্রকৃত চরিত্রের রহস্য উন্মোচিত হতে হতে পৌঁছে যেতে হবে গল্পের প্রায় শেষ প্রান্তে।

সিলেটের মালিনিছড়া, বোমার গড়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, খাদিম টি-স্টেইট, ইসলামপুর, সুনামগঞ্জের যাদুকাটা, নীলাদ্রি লেক, মেঘালয় নিকটস্থ বারেক টিলা, বাংলাদেশ ও ইন্ডিয়ার বর্ডার এরিয়া সহ বিভিন্ন রিমোট জোনে শুটিং হয়েছে চলচ্চিত্রটির। সমম্প্রতি চলচ্চিত্রটির ডাবিং সম্পন্ন হয়েছে।

স্বরচিত কথা ও সুরে দুটি গানও গেয়েছেন আনা নাসরীন চলচ্চিত্রটিতে। 'মাতাল সাম্পান' ও 'বাজাওরে জীবন' শিরোনামের ফোক গান দুটির মধ্যে একটি তার একক কণ্ঠের, অন্যটি দ্বৈত। ফোক মিউজিক নিয়ে পড়াশোনা করলেও এই প্রথম তিনি কোনো ফোক গান প্রকাশ করতে যাচ্ছেন।

গিয়াসউদ্দিন সেলিম নির্মিত 'পাপপুণ্য' শীর্ষক আরো একটি চলচ্চিত্রে আনা নাসরীন কথা, সুর ও কন্ঠ দিয়েছেন। মেরিল প্রথম আলো নির্মিত 'ঘটমান বর্তমান' নামের একটি স্বল্প-দৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন আনা।


আরো সংবাদ



premium cement