২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

জীবনকে জটিলতার মাঝে রাখতে চাই না : ন্যান্সি

জীবনকে জটিলতার মাঝে রাখতে চাই না : ন্যান্সি - ছবি - ফেসবুক

সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তিনি এখন আর দ্বিতীয় স্বামীর সংসারে নেই। অনেক দিন ধরেই আলাদা থাকছেন। তবে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশি আলোচনা সমলোচনা হচ্ছে। তবে ওসবে কান দিতে নারাজ ন্যান্সি। তিনি বলেন, কে কি বলছেন তার চেয়ে বড় কথা হলো, বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়ে আমি বেশ তৃপ্ত।

ন্যান্সি বলেন, যেটা ঘটে গেছে সেটা মনের মধ্যে চেপে রেখে কষ্ট বাড়িয়ে লাভ নেই। সবাইকে বাস্তব অবস্থাটা জানাতে পেরে খুব হালকা লাগছে আমার।

বিচ্ছেদ হয়নি অথচ থাকা হচ্ছে আলাদা। এর মূল কারণটা নাকি ন্যান্সির নিজেরও অজানা। এ সম্পর্কে তিনি বলেন, আলাদা থাকার কারণটা আমি নিজেও সেভাবে জানি না। তবে আমাদের সম্পর্কটা বেশ শীতল হয়ে যাচ্ছিলো। মনে হলো এভাবে আর একসাথে থাকা যায় না। তারপরই এমন সিদ্ধান্ত নিলাম। এমনও হতে পারে জায়েদের সাথে আমার কোনোদিনই বিচ্ছেদ হবে না। আর এখন আমার মেয়ে রোদেলার বিয়ের প্রস্তাব আসছে! আমি নতুন করে জীবন শুরু করার চিন্তা করছি না।

তবে সেটা তো সময়ের ওপর নির্ভর করে? ন্যান্সি বলেন, তা ঠিক। অবশ্যই সময় ও পরিস্থিতির ওপর অনেক কিছুই নির্ভর করে। তাই সময়ের ওপরই সব ছেড়ে দিয়েছি। তবে জীবন একটাই। আমি জীবনটাকে জটিলতার মাঝে রাখতে চাই না। এদিকে লকডাউনের পর পরই নতুন কয়েকটি গানের কাজ রয়েছে বলে জানালেন ন্যান্সি। এ গায়িকা বলেন, এরমধ্যে অনুপম মিউজিকের একটি গানের রেকর্ডিং ও শুটিং রয়েছে। গানটি আসছে ঈদেই প্রকাশ হবে। সিএমভির ব্যানারেও একটি কাজ করার কথা রয়েছে। আর হাবিব ভাইয়ের একটি গানে কন্ঠ দেবো। আমি লকডাউনের পর ঢাকা ফিরেই কাজগুলোর করবো। ন্যান্সি যোগ করে বলেন, আমার গান ছাড়াও আমার বড় কন্যা রোদেলারও নতুন গান আসবে সামনে। দুটি গান প্রকাশ হবে ওর। সেগুলোর রেকর্ডিংও রয়েছে লকডাউনের পর।


আরো সংবাদ



premium cement
উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী কেএনএফ সন্দেহে ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭ স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু দুই ভাইকে পিটিয়ে হত্যা : ৫ ঘণ্টা অবরুদ্ধ ফরিদপুর-খুলনা মহাসড়ক দুমকিতে সরকারি নির্দেশনা অমান্য করে সভাপতির নির্দেশে ক্লাস চালু সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় লক্ষাধিক মানুষকে সরিয়ে নিলো চীন

সকল