২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

গ্র্যামিতে রেকর্ড গড়লেন বিয়ন্সে

বিয়ন্সে - ছবি : সংগৃহীত

মার্কিন সঙ্গীতশিল্পী বিয়ন্সে গ্র্যামি পুরস্কারের ইতিহাসে যেকোনো পুরুষ বা নারী শিল্পীর বেশি পুরস্কার জয়ের রেকর্ড করেছেন। রোববার ৬৩তম বার্ষিক গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘ব্ল্যাক প্যারেড’গানের জন্য শ্রেষ্ঠ আরবি (রিদম অ্যান্ড ব্লুস) পারফরমেন্সের পুরস্কার অর্জনের মধ্য দিয়ে নিজের ২৮তম গ্র্যামি পদক জেতার মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

বর্তমানে ৮৮ বছর বয়সী সঙ্গীত প্রযোজক কুইন্সি জোন্সের সাথে সমান অবস্থানে আছেন বিয়ন্সে।

লস অ্যাঞ্জেলস কনভেনশন সেন্টারের অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিল্পী হিসেবে আমি বিশ্বাস করি, এটিই আমার কাজ। আমাদের কাজই হলো সময়কে প্রতিফলিত করা এবং এটি কঠিন এক সময়। তাই আমি উন্নয়ন, উৎসাহ ও উদযাপন করতে চেয়েছি সকল সুন্দর কৃষ্ণাঙ্গ নারী-পুরুষদের যারা আমাকে অনুপ্রাণিত করেছেন এবং পুরো পৃথিবীকে অনুপ্রাণিত করেছেন।’

তিনি আরো বলেন, ‘এটি বাধ ভাঙা উচ্ছাস, নয় বছর বয়স থেকে সারা জীবন আমি কাজ করে এসেছি।’

বর্তমানে ৩৯ বছর বয়সী বিয়ন্সে ২০০১ সালে প্রথম তার গ্র্যামি পুরস্কার অর্জন করেন। সেই সময় ১৯ বছর বয়সী মার্কিন কৃষ্ণাঙ্গ এই সঙ্গীতশিল্পী নারী সঙ্গীতদল ‘ডেসটিনিস চাইল্ড’-এর অংশ হিসেবে ওই পুরস্কার জেতেন।

সূত্র : ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement