২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সঙ্গীতশিল্পী জানে আলমের ইন্তেকাল

জানে আলম - ছবি : সংগৃহীত

কিংবদন্তি সঙ্গীতশিল্পী জানে আলম ইন্তেকাল করেছেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের
কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।

তিনি জানান, জানে আলম করোনায় আক্রান্ত হন মাসখানেক আগে। এরপর করোনামুক্ত হলেও নিউমোনিয়ার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবারই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। তার গানের শুরু স্বাধীনতার পর পরই।
জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর ও পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।


আরো সংবাদ



premium cement