১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এ আর রহমানের জীবন পাল্টে দিয়েছিলেন মা

এ আর রহমানের জীবন পাল্টে দিয়েছিলেন মা - ছবি : সংগৃহীত

মা হারালেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান। সোমবার ভারতের চেন্নাইয়ে তার মা করিমা বেগমের মৃত্যু হয়। পূর্ব থেকেই তিনি অসুস্থ ছিলেন।

৯ বছর বয়সে বাবাকে হারান রহমান। এরপর তাকে বড় করে তোলেন মা। স্বাভাবিকভাবেই মায়ের প্রতি এই সঙ্গীত পরিচালকের আলাদা শ্রদ্ধা রয়েছে। তিনি অস্কারের মঞ্চেও মায়ের কথা উল্লেখ করেন। আজ তিনি মাতৃহারা হওয়ার পর বহু মানুষ সমবেদনা জানাচ্ছেন।

রহমানের পরিবার শুরুতে হিন্দু ছিল। স্বামী রাজাগোপালা কুলশেখরা শেখর অসুস্থ হয়ে পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন এই সঙ্গীত পরিচালকের মা। সেই সময় স্বামীর সুস্থতা কামনা করে তিনি বিভিন্ন মন্দির, গির্জায় গিয়ে প্রার্থনা করতেন। এমনকী, তার স্বামী যাতে দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন, তার উপায় খোঁজার জন্য জ্যোতিষবিদ, ধর্মগুরুদেরও দ্বারস্থ হতেন তিনি। কিন্তু কেউই পথ দেখাতে পারেননি। সেই সময় তিনি এক সুফি ধর্মপ্রচারকের সাক্ষাৎ পান। তার সাথে দেখা করে এবং কথা বলে তিনি গভীরভাবে প্রভাবিত হন। রহমানের বাবার মৃত্যু হওয়ার কয়েক বছর পরে পরিবারের সবাই ধর্মান্তরিত হয়। দিলীপ কুমার থেকে বদলে করিমা তার ছেলের নতুন নাম দেন আল্লাহ রাখা রহমান (এ আর রহমান)। এরপর তাদের জীবন বদলে যায়।

রহমানের বাবাও অত্যন্ত গুণী সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি মূলত মালয়লম ছবিতে কাজ করতেন। শতাধিক ছবিতে সঙ্গীত পরিচালনা করেন তিনি। তার পদাঙ্ক অনুসরণ করে রহমানও সঙ্গীতের জগতে পা রাখেন। তিনি প্রথম জীবনে বিভিন্ন তথ্যচিত্র ও বিজ্ঞাপনের সঙ্গীত পরিচালনা করতেন। এরপর নব্বইয়ের দশকের শুরুতে তামিল ছবি ‘রোজা’-র মাধ্যমে চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখেন তিনি। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। সারা ভারতে জনপ্রিয় হয় ‘রোজা’-র গান। পরবর্তীকালে ‘বম্বে’ ‘রং দে বাসন্তী’ সহ বহু ছবিতে কাজ করেন তিনি। ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির জন্য তিনি অস্কার পান ২০০৯ সালে। এছাড়া ৬ বার জাতীয় পুরস্কার, ২ বার গ্র্যামি অ্যাওয়ার্ডস সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণও পেয়েছেন তিনি। ২০১৭ সালে ‘লে মাস্ক’ ছবি পরিচালনাও করেন তিনি।

কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ‘দিল্লি ৬’-এর সঙ্গীত পরিচালক রহমান জানান, তিনি নতুন রূপে প্রকাশিত ‘মসককলি’ গানটি শুনে হতাশ। নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে পুরনো গানের লিঙ্ক শেয়ার করে পোস্ট করেন তিনি। লেখেন, ‘আসল গানটি উপভোগ করুন’।


আরো সংবাদ



premium cement
সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’

সকল