২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

গণসঙ্গীত শিল্পী আবুল কাশেমের ইন্তেকাল

গণসঙ্গীত শিল্পী আবুল কাশেম - ছবি - সংগৃহীত

গণসঙ্গীত শিল্পী আবুল কাশেম শুক্রবার দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি কয়েক দিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শনিবার বাদ জোহর ঢাকা মগবাজার মোড় জামে মসজিদে নামাজে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ কালচারাল একাডেমির শোক
বাংলাদেশ কালচারাল একাডেমির চেয়ারম্যান শরীফ রায়জীদ মাহমুদ ও সেক্রেটারি ইবরাহিম বাহারী তার ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। শোক বাণীতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। -বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement