২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রানু মন্ডলকে সতর্ক করলেন লতা মঙ্গেশকর

রানু মন্ডলকে সতর্ক করলেন লতা মঙ্গেশকর - ছবি : সংগৃহীত

এলাম, দেখলাম, জয় করলাম কথাগুলোর মতোই রানু মন্ডলের জীবন। বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের রানাঘাট রেল স্টেশনে কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের একটি গান গেয়ে রাতারাতি তারকা বনে যান তিনি। ভারতীয় টিভি চ্যানেলগুলোতে তাকে নিয়ে এখন নিয়মিতই আলোচনা। গানও রেকর্ড করে ফেলেছেন দুটি। কিন্তু এভাবে পথ চলার ভবিষৎ কি? সেই প্রশ্ন রেখে তাকে সতর্ক করেছেন লতা।

অথচ কিংবদন্তী এই শিল্পীর‘এক প্যার কা নগমা হ্যায়’ গান গেয়ে ফেসবুকে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। আইএএনএসকে সাক্ষাত্কারে ভারতের নাইটিঙ্গেল বলেছেন, ‘আমার নাম ও কাজের জন্য কারও ভালো হলে, নিজেকে সৌভাগ্যবান মনে করি।’

গান শেখার প্রথম দিন থেকেই ভারতের সকলেই লতা মঙ্গেশকর হতে চান। কিন্তু লতা লতাই। সেটাই মনে করিয়ে দিলেন সুরসম্রাজ্ঞী। তার মতে, ‘নকল করে বেশিদিন সাফল্য ধরে রাখা যায় না। আমার বা কিশোর দা (কিশোর কুমার), রফি সাব (মহম্মদ রফি), মুকেশ ভাইয়া বা আশার (আশা ভোসলে) গান গেয়ে স্বল্প সময়ে নজর কাড়েন নতুন গায়ক-গায়িকারা। কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না।’

বিভিন্ন রিয়েলিটি শোয়ের প্রসঙ্গে লতা মঙ্গেশকর বলেন,‘অনেকে খুব সুন্দর গান করেন। কিন্তু তাৎক্ষণিক সাফল্যের পর ক'জন টিকে থাকেন? আমি তো শুধু শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহানকে মনে রেখেছি।’

নতুন শিল্পীদের সুরসম্রাজ্ঞীর পরামর্শ, নিজের মতো হও। আমার ও অন্যদের চিরনবীন গানগুলি নিশ্চয়ই গাইবে। তবে একটা সময় পর নিজের গান ও পরিচিতি তৈরি করা দরকার। আর উদাহরণ হিসেবে নিজের বোন আশা ভোঁসলের কথা তুলে ধরেছেন লতা। তার কথায়, ‘আশা নিজের মতো করে না গাইলে চিরকাল আমার ছায়া হয়ে থেকে যেত। প্রতিভা থাকলে কোথায় যাওয়া যায়, তার উজ্জ্বল নজির আশা।’

রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে প্রথম নজরে এসেছিলেন রানাঘাটের রানু মণ্ডল। স্টেশনেই জীবন কাটত রানুর। নিত্যযাত্রীদের আবদারে শোনাতেন গান। সেখান থেকে ফেসবুকে ভাইরাল হন রানু। একটি সর্বভারতীয় চ্যানেলের রিয়েলিটি শোয়েও দেখা গিয়েছে তাকে। সেখানেও গেয়েছেন ‘এক প্যার কা নাগমা হ্যায়...’। রানুর গান শোনার পর তাঁকে ওই রিয়েলিটি শোয়ে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেন সুরকার হিমেশ রেশমিয়া। হিমেশের নতুন ছবি ‘হ্যাপি হার্ডি ও হীর’-এ ইতিমধ্যেই গেয়েছেন রানু। আরও একটি গান রেকর্ড করেছেন সুরকার।


আরো সংবাদ



premium cement

সকল