১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টেকনাফে হাত-পা বিচ্ছিন্ন রোহিঙ্গার অর্ধগলিত লাশ উদ্ধার

-

কক্সবাজারের টেকনাফে নাজিম উদ্দিন (৪৭) নামে এক রোহিঙ্গার হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাজিম উদ্দিন চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের মোহাম্মদের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের সীমানা থেকে ৩০০ মিটার দূরে পাহাড়ে একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ বলছে, নিহত নাজিম উদ্দিনের ডান হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। লাশ পচে দুর্গন্ধ বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে অন্তত ৮ থেকে ১০ দিন আগে তাকে হত্যা করে পাহাড়ে ফেলে যায় দুর্বৃত্তরা।

 


আরো সংবাদ



premium cement