১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কোটাব্যবস্থা অযৌক্তিক ও প্রহসন

শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান ছাত্রশিবিরের

-

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহাল অযৌক্তিক ও মেধাবীদের সাথে প্রহসন দাবি করে চলমান সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন মেনে নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম গতকাল এক যৌথ বিবৃতিতে বলেন, গত ৫ জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলসংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করার পর থেকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা-পদ্ধতি বাতিল, ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ মোট চার দফা দাবিতে আন্দোলন করছে। অবৈধ সরকার আদালতকে ব্যবহার করে একটি মীমাংসিত ইস্যুকে পুনরায় সামনে নিয়ে আসা হীন উদ্দেশ্যের বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়।
এ পরিস্থিতিতে মেধাবীদের মূল্যায়ন করে অনতিবিলম্বে সরকারি চাকরিতে কোটা সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করার দাবি জানাচ্ছি।
এদিকে অপর এক বিবৃতিতে ৩৩তম থেকে ৪৬তম বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারসহ অন্তত ৩০টি পরীক্ষায় কিছু বিপিএসসি কর্মকর্তা-কর্মচারী কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement