ড. ইউনূসের আবেদনের শুনানি আজ
- নিজস্ব প্রতিবেদক
- ১০ জুলাই ২০২৪, ০০:০০
শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি আজ বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি জন্য ছিল। তবে ড. ইউনূসের পক্ষে এই মামলার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দাখিল করে একটি আবেদন করায় এবং অ্যাটনি জেনারেল এ মামলার শুনানিতে অংশ নেয়ার অভিপ্রায় ব্যক্ত করায় আদালত আজ বুধবার বেলা ১১টায় শুনানির জন্য রেখেছেন। এর আগে সোমবার এ মামলার শুনানির জন্য গতকাল মঙ্গলবার দিন ঠিক করা হয়।
আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ১৪ জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে তা চ্যালেঞ্জ করে এবং সম্পূর্ণ অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ড. মুহাম্মদ ইউনূস হাইকোর্টে আবেদন করেছেন। গতকাল আমরা এ মামলার কিছু তথ্য উপাত্ত আদালতে দাখিল করেছি। গতকাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আজ শুনানি করতে চান। এরপর আজ বেলা ১১টায় শুনানির জন্য রেখেছেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে গত ১২ জুন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন আদালত। একই সাথে আগামী ১৫ জুলাই তাদের বিরুদ্ধে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ আদেশ দেন।
গত ২ জুন দুদকের পক্ষে অভিযোগ গঠনের আবেদন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি গ্রহণ করে আদালত ১২ জুন আদেশের দিন ধার্য করেন।
আদালতে ড. ইউনূসের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। সাথে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান। অন্য দিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা