১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পরিচয় মেলেনি ট্রেনে কাটাপড়া ৫ জনের

বেওয়ারিশ হিসেবে দাফন
-

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটাপড়া পাঁচ মরদেহের ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। সোমবার রাতেই ময়নাতদন্তের পর রেলওয়ে করবরস্থানে দাফন সম্পন্ন করে রেলওয়ে পুলিশ। ২৪ ঘণ্টা পার হলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ও সিআইডির প্রযুক্তিদল এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেননি বলে গতকাল মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো: শহিদুল্লাহ।
মো: শহিদুল্লাহ বলেন, সোমবার রাত ১০টা থেকে ১২টার মধ্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঁচ লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে মরদেহগুলো নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আনা হলে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে বাধ্য হয়েই লাশগুলো রেলস্টেশনের নিকটস্থ বেওয়ারিশ কবরস্থানে দাফন করা হয়। তবে তাদের পরনের কাপড় সংগ্রহে রাখা হয়েছে, মুখের লালা এবং দাত সংগ্রহে রাখা হয়েছে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট করার জন্য।
পরিকল্পিত হত্যাকাণ্ডের স্বীকার কি না এমন প্রশ্নের জবাবে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল্লাহ আরো বলেন, ফরেনসিক রিপোর্ট এলেই বুঝা যাবে। এছাড়া পরিচয় শনাক্তের জন্য নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলায় আমাদের সদস্য এবং সাধারণ মানুষ কাজ করছেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) মো: জমির বলেন, পাঁচ মরদেহের কারো ফিঙ্গারের ছাপের সাথে কোনো আইডি কার্ডের যোগসূত্র পাওয়া যায়নি। নিহতরা উদ্বাস্তু ধরনের মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাদের বয়স নিয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

 


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল : কাতারের কূটনীতিক চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি ১১ মাস ধরে সারকারখানায় উৎপাদন বন্ধ, গ্যাসের দাবিতে বিক্ষোভ এশিয়ান ওপেন তায়কোয়ানদোতে সিলভার পেলেন বগুড়ার রুফাইদা

সকল