ফেনীতে সাবেক স্বামীকে খুন করে চট্টগ্রামে নতুন স্বামী নিয়ে ধরা
- চট্টগ্রাম ব্যুরো
- ০৯ জুলাই ২০২৪, ০০:৪১
ফেনীতে মঞ্জুর আলম নামের এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় সাবেক স্ত্রীসহ দুইজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে আকবর শাহ্ থানার বিশ্ব কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার র্যাব তাদের গ্রেফতারের কথা জানান।
গ্রেফতারকৃতরা হলেন- ফেনী জেলার সদর থানার কেরানিয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে মো: আইউব খান (৩০) এবং তার স্ত্রী সাফিয়া আক্তার মনি (২৬)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: শরীফ উল আলম জানান, হত্যার শিকার মঞ্জুর আলম ফেনী সদর থানার লেমুয়া মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। পূর্বপরিচয়ের সূত্র ধরে মঞ্জু বছর দেড়েক আগে সাফিয়া আক্তার মনিকে বিয়ে করেন। আসামি সাফিয়া আক্তার মনি মঞ্জুর দ্বিতীয় স্ত্রী ছিলেন। কিন্তু বিয়ের পর পারিবারিক কলহের কারণে মঞ্জুর আলম মনিকে তালাক দেন। এর পর মনির সঙ্গে আইউব খান তারার বিয়ে হয়।
এ দিকে তালাক দেয়ার জের ধরে মনি সাবেক স্বামী মঞ্জুর আলমকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। গত ১০ জুন পুলিশ মঞ্জুর আলমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় গত ১২ জুন মঞ্জুর আলমের প্রথম স্ত্রী বাদি হয়ে ফেনী সদর মডেল থানায় তিন জনকে এজাহারনামীয় এবং তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা