নীড়ের শীর্ষস্থান অক্ষুণ্ণ
- ক্রীড়া প্রতিবেদক
- ০৪ জুলাই ২০২৪, ০১:৩৭
সাইফ পাওয়ারটেক ৪৮তম দাবা চ্যাম্পিয়নশিপে দশম রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার মনন রেজা নীড় ১০ খেলায় ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থান অক্ষুণœ রেখেছেন। একই সাথে তার আন্তর্জাতিক মাস্টারের নর্মটি ১০ খেলায় উন্নীত হয়েছে। সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তৃতীয় স্থানে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব চতুর্থ স্থানে ও বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
গতকাল নীড় বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে পরাজিত করেন। ফাহাদ রহমান বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে পরাজিত করেন। জিয়া রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে হারান। রাজীব পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরীর সাথে ড্র করেন। নিয়াজ বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ড্র করেন। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো: মিনহাজ উদ্দিন বাংলদেশ বিমানের ফিদে মাস্টার নাইম হককে পরাজিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা