ইলেকট্রোলাইট ড্রিংকস নিয়ে নতুন খবর দিচ্ছে বিএসটিআই
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ জুন ২০২৪, ০০:০০
দেহের সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজের ঘাটতি পূরণ করতে ইলেকট্রোলাইট পানীয় গ্রহণের পরামর্শ দেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পানীয়টি নানা ব্র্যান্ডের মোড়কে পাওয়া যায়। অতিরিক্ত গরমে ক্ষয়ে যাওয়া শক্তি ফিরিয়ে আনতে এ ধরণের পানীয় গ্রহণের পরামর্শ দেয়া হয়। বিশেষ করে খেলোয়াড়দের কাছে এ ধরনের পানীয় গুরুত্বপূর্ণ বলে একে স্পোর্টস ড্রিংকসও বলা হয়।
দেশে এতদিন ইলেকট্রোলাইট ড্রিংকসের বিএসটি স্ট্যান্ডার্ড না থাকার কারণে অনুমোদনের ব্যবস্থা ছিল না। এ কারণে ইলেকট্রোলাইট ড্রিংকস উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলোর যেমন সমস্যা হচ্ছিল তেমনি এ খাতে বেড়ে যাচ্ছিল আমদানি-নির্ভরতা। এতে স্বাস্থ্যগত ঝুঁঁকি যেমন ছিল, তেমনি বৈদেশিক মুদ্রা খরচ করে আমদানি করায় ক্ষতি হচ্ছিল দেশের অর্থনীতির। সম্প্রতি বিষয়টি সুরাহা করতে যাচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
খুব দ্রুতই মানদণ্ড নির্ধারণ করে মান অনুযায়ী অনুমোদনের উদ্যোগ নিয়েছে বিএসটিআই। এ ব্যাপারে বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) মোহাম্মদ আরাফাত হোসেন সরকার বলেন, ‘আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে স্ট্যান্ডার্ডটা রেডি হয়ে যাবে। এর পরবর্তী যেকোনো কর্মদিবস থেকে একজন উৎপাদনকারী ইলেকট্রোলাইট ড্রিংকসের জন্য বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করতে পারবেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা