প্রধানশিক্ষক ছাড়াই চলছে দেশের ৫১৮৪ মাধ্যমিক বিদ্যালয়
- বিশেষ সংবাদদাতা
- ২৭ জুন ২০২৪, ০০:৩৯
বাংলাদেশে বর্তমানে ১৮ হাজার ৯৬৮টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে পাঁচ হাজার ১৮৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গতকাল সংসদকে এ তথ্য জানিয়েছেন। এসব শূন্য পদের মধ্যে এক হাজার ৯৮১টি পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্বপ্রাপ্ত রয়েছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত বাজেট অধিবেশনে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য মো: নাসের শাহরিয়ার জাহেদীর লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, ১৮ হাজার ৯৬৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হলো দুই হাজার ৪০৬টি এবং মাধ্যমিক বিদ্যালয় ১৬ হাজার ৫৬২টি। নিম্ন মাধ্যমিকে কর্মরত প্রধান শিক্ষক আছেন এক হাজার ৫২০ জন। আর শূণ্য পদের সংখ্যা ৮৮৬টি। অন্য দিকে মাধ্যমিকে কর্মরত প্রধান শিক্ষক আছেন ১২ হাজার ২৬৪ জন। এখানে শূন্য পদের সংখ্যা চার হাজার ২৯৮টি। দুই ধরনের প্রতিষ্ঠানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা ১৩ হাজার ৭৮৪ জন। আর শূন্য পদের সংখ্যা পাঁচ হাজার ১৮৪টি।
তিনি জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পদোন্নতি প্রদানের মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করা হয়। ২০২৩ সালে ৭৯ জন সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হয়েছে। পরবর্তী শূন্য পদ পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (৬ষ্ঠ-১০ম) ম্যানেজিং কমিটি কর্তৃক প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা