মুন্সীগঞ্জ লঞ্চঘাটের পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ২৭ জুন ২০২৪, ০০:৩৭
মুন্সীগঞ্জ লঞ্চঘাটসংলগ্ন ধলেশ্বরী নদীর জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মুন্সীগঞ্জ লঞ্চঘাট ও হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মাটি কাটার মেশিন (ভেকু) দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয় অর্ধশতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয় দখলকৃত নদীর তীরের জায়গা। অভিযানে নেতৃত্বদেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নদীকে তার পুরনো সীমানায় ফেরানোর জন্য এই অভিযান। মুন্সীগঞ্জের ধলেশ্বরী তীরবর্তী মুক্তারপুর থেকে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় নদীর জায়গা দখল করেছে এমন ১০৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব উচ্ছেদে দুই দিনের অভিযান পরিকল্পনা নেয়া হয়েছে। গতকাল বুধবার প্রথম দিন অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো: মুস্তাফিজুর রহমান, উপপরিচালক মো: মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক এস এম সাজেদুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এই কাজে বিআইডব্লিউটিএ-কে সহযোগিতা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা