১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছাত্র আন্দোলনই হচ্ছে নেতৃত্ব সৃষ্টির কারখানা : সেলিম উদ্দিন

-

ছাত্র আন্দোলনই হচ্ছে নেতৃত্ব সৃষ্টির কারখানা- এমন মন্তব্য করে ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে বৃহত্তর আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে বিদায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সদ্য বিদায়ী দায়িত্বশীলদের নিয়ে এক প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দীন মানিক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও রাজিবুর রহমান প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, বস্তুত, ছাত্র আন্দোলন ছিল থিউরিটিক্যাল। এখন এসব থিউরি বৃহত্তর আন্দোলনে প্রাকটিক্যাল তথা বাস্তব প্রয়োগ করার সময় এসেছে। মূলত, বিদায়ীদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তাই কোনোভাবেই সময় নষ্ট না করে জীবনের প্রতিটি মুহূর্ত দ্বীনের জন্য যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তিনি নবাগতদের দিকনির্দেশনা প্রদান করে বলেন, জীবনের সব প্রতিকূলতা সবর ও প্রজ্ঞার সাথে মোকাবেলা করতে হবে। ভয় বা চিন্তার কোনো কারণ নেই। লক্ষ্যে অবিচল থাকলে পথ পাওয়া যাবে। এ ক্ষেত্রে কোনো ভুল করার সুযোগ নেই। আর ভুল করলে তার মাশুল অবশ্যই দিতে হবে। জীবিকা নির্বাহের জন্য চাকরি বা ব্যবসা বেছে নিতে হবে। তা যতই ক্ষুদ্র হোক না কেন।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য আমাদের এই জমিন খুবই উর্বর। মানুষের মধ্যে আমাদের নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও নেতৃত্বের সঙ্কটের কারণে আমরা এ ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছি। ইসলামী ছাত্র আন্দোলনই হচ্ছে আমাদের নেতৃত্ব সৃষ্টির কারখানা।


আরো সংবাদ



premium cement