রাঙ্গুনিয়া ব্যাংকের নৈশপ্রহরীর মৃত্যু
- রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়া রোয়াজাহাট শাখা সোনালী ব্যাংকে নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৪৭)। গত রোববার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিশ্চিন্তাপুর মাইজপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম সোনালী ব্যাংক রোয়াজাহাট শাখার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রোয়াজারহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল জানান, গত শুক্রবার রাতে নৈশপ্রহরী জাহাঙ্গীর দায়িত্ব পালন করছিলেন। পরের দিন শনিবার সকালে নৈশপ্রহরী বাড়ি না ফেরায় তার পরিবার মোবাইলে যোগাযোগের চেষ্ঠা করেও ব্যর্থ হয়। বিষয়টি পরিবার রাঙ্গুনিয়া মডেল থানা ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করেন। বেলা ১১টায় রাঙ্গুনিয়া মডেল থানার ওসি ও সোনালী ব্যাংকের রোয়াজাহাট শাখার ম্যানেজার ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৈশপ্রহরীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ব্যাংকের ম্যানেজার তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, নৈশপ্রহরী ব্রেন স্ট্রোক করেছেন। পরে রাতে সেখানে তিনি মারা যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা