মুগদায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ জুন ২০২৪, ০২:৪২
রাজধানীর মুগদার মাণ্ডা এলাকায় সুবর্ণা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ২টার দিকে তার লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, সুবর্ণা জামালপুর সদর উপজেলার ছয়েনটিয়া গ্রামের মৃত জুলহাস মিয়ার মেয়ে। তার স্বামী আব্দুল মান্নান মাছ বিক্রি করেন। পারিবারিক কলহের জেরে র্স্বুণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।
মুগদা থানার এসআই আঙ্গুরা আক্তার সিমা বলেন, শুক্রবার রাত সোয়া ২টার দিকে উত্তর মাণ্ডা ছাতা মসজিদ গলির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা