১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিলিপিনো সৈন্যদের ওপর চীনা সৈন্যদের হামলার অভিযোগ

-


বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের নৌবাহিনীর সদস্যদের ওপর চীনের কোস্টগার্ডের সেনারা ছুরি, চাপাতি, হাতুড়ি ও কুড়াল দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। চীনের সৈন্যরা আটটি মোটরবোটে করে এসে ফিলিপাইনের দু’টি বোটে হামলা চালায়। এই সময় কুড়াল ও চাপাতি দিয়ে ফিলিপিনোদের বোট ক্ষতিগ্রস্ত করে তারা। এপি
ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সেনারা দু’টি বোটে করে ‘দ্বিতীয় থমাস প্রাচীর’-এ যাচ্ছিলেন। ওই প্রাচীরটিতে যেসব নৌসেনা আছেন তাদের জন্য খাবার, অস্ত্র ও অন্যান্য জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই বোটে থাকা নৌসেনারা হামলার শিকার হন। প্রথমে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি ও নৌকা দিয়ে ধাক্কাধাক্কি হয়। এরপর চীনের কোস্টগার্ডের সেনারা ফিলিপিনোদের বোটে উঠে পড়েন। ওই সময় তারা বাক্সে থাকা এম৪ রাইফেল, নৌচালনার সরঞ্জাম ও অন্যান্য জিনিস ছিনিয়ে নেন।

দু’জন নিরাপত্তা কর্মকর্তা এপিকে জানিয়েছেন, চীনের সেনারা ফিলিপাইনের নৌবাহিনীর সদস্যদের ওপরও হামলা চালিয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন। হামলায় একজনের বুড়ো আঙুল কাটা পড়েছেও বলে জানিয়েছেন তারা। ফিলিপাইনের সেনাবাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চীনের সেনারা ছুরি দিয়ে ফিলিপিনোদের ভয় দেখাচ্ছেন। ওই সময় তাদের দু’টি বোট ঘিরে রাখা হয়। চিল্লাচিল্লির একপর্যায়ে চীনের এক সেনা লাঠি দিয়ে ফিলিপাইনের বোটে আঘাত করেন। ওই সময় লাঠি দিয়ে একটি ব্যাগও নিয়ে নেয় তারা।
ফিলিপাইনের সশস্ত্রবাহিনীর প্রধান জেনারেল রোমিও ব্রাওনার জুনিয়র চীনের সেনাদের এই আচরণকে ‘দস্যুতা’ হিসেবে অভিহিত করেছেন। চীনারা যেসব অস্ত্র ও অন্যান্য জিনিস ছিনিয়ে নিয়েছে সেগুলো ফেরত দেয়ার দাবি জানিয়েছেন তিনি। চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে- যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে প্রবেশ না করতে ফিলিপাইনের নৌবাহিনীকে সতর্ক করা হয়েছিল; কিন্তু সতর্কতা উপেক্ষা করে তারা সেখানে আসায় এই মারামারির ঘটনা ঘটেছে।

 


আরো সংবাদ



premium cement
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা

সকল