‘অপ্প অপ্প করে ম্যালা দিন গোশত খামু’
- হারুন অর রশিদ গলাচিপা (পটুয়াখালী)
- ২২ জুন ২০২৪, ০৩:০৫
‘যেডু গোশত পাইছি, অপ্প অপ্প করে ম্যালা দিন খামু। নাতিটাকে নিয়ে মোরা গোশত কবে খাইছি মনে নেই। নাতিডার লইগ্গা গোশত পাইছি। আবার কবে গোশত পামু আর আল্লাহ কবে খাওয়াইবে জানি না।’ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশের কোরবানি প্রোগ্রামের গরুর গোশত নিতে আসা এক সুবিধাভোগী মা-বাবাহারা ১৪ বছর বয়সী জীবনের দাদী হালিমা এসব কথা বলেন।
কেমন আছেন জানতে চাইলে ৭০ বছরের হালিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা ভালা নাই, বইন্যার (রেমেল) পানিতে মোর টোং পাতা ঘইট্টা নিয়ে গেছে। হাত পা ধইরা মানষের এক দোকান ঘরে নাতিকে নিয়ে আছি। মানষের দুয়ারে গিয়া চাইয়া খাই। মুই কি দিয়ে ঘইট্টা উডামু।’ হালিমা উপজেলার গোলখালী গ্রামের মকবুল হাং স্ত্রী।
স্বামী মারা গেছে কবে জানতে চাইলে তিনি জানান, ৩০/৩৫ বছর আগে তার স্বামী মারা গেছেন। নাতি গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে লেখাপড়া করে এবং ইসলামিক রিলিফ থেকে সহায়তা পায়।
এ ব্যাপারে গোলখালী ইউপি সদস্য বাবুল মিয়া জানান, বেড়িবাঁধের বাইরে থাকা চারটি ঘর বন্যার পানিতে ভেসে গেছে। হালিমার পরিবার খুবই অসহায়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে গলাচিপার ৭০০ দরিদ্র পরিবারের মধ্যে দুই কেজি করে গরুর গোশত বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল এ কার্যক্রমের উদ্বোধন।
পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য অফিসার জহিরুন্নবী, ইসলামিক রিলিফের ফিল্ড ইনচার্জ কামাল হোসেন, প্রভাষক ও সাংবাদিক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক রেদওয়ান তালাল প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা