১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কিশোরগঞ্জে পাচারকালে ৬০ বস্তা সার আটক ডিলারের নামে মামলা

-

কিশোরগঞ্জে পিকআপে করে পাচারের সময় ৬০ বস্তা সার আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজার এলাকায় এসব সারসহ পিকআপটি স্থানীয়রা আটক করে।
খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা ইউরিয়া ও ২০ বস্তা এমওপি সারসহ মোট ৬০ বস্তা সার জব্দ করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পাঠান।
এ ব্যাপারে শুক্রবার বিন্নাটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহানশাহ বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলায় বিসিআইসির তালিকাভুক্ত সার ডিলার মো: খালেকুজ্জামানসহ তিনজনকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যত প্রভাবশালীই হোক না কেন এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।


আরো সংবাদ



premium cement

সকল