শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত
- শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
- ১৩ জুন ২০২৪, ০১:৪১
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজির এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লস্করপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, চট্টগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লস্করপুর রেলগেইটে পৌঁছে। এ সময় গেটম্যানের বাধা অমান্য করে একটি সিএনজিটি রেললাইন অতিক্রম করার সময় পাহাড়িকা ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজি অটোরিকশার এক মহিলা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চালকসহ অন্য তিন যাত্রী গুরুতর আহত হন। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আলী জানান, রেলগেট লাগানো অবস্থায় সিএনজির চালক রেললাইনে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা