১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদের আগেই শিক্ষকদের বেতন-বোনাস দেয়ার দাবি আদর্শ শিক্ষক ফেডারেশনের

-

ঈদের আগেই শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী ও জেনারেল সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করীম। গতকাল বুধবার যৌথ বিবৃতিতে তারা ঈদুল আজহার আগেই এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষক-কর্মচারীর পূর্ণাঙ্গ ঈদ উৎসবভাতা প্রদান করার জন্য সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিক্ষাকে উন্নত করে তুলতে হলে যোগ্য, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই। আর এ ধরনের যোগ্য শিক্ষক পেতে হলে তাদের জন্য উপযুক্ত সম্মানী, বেতনভাতা, পদোন্নতি, পূর্ণাঙ্গ উৎসবভাতা ইত্যাদি যা থাকা একান্তই প্রয়োজন। তাই তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষা খাতে নতুন বাজেট থেকে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৪ সালের আসন্ন ঈদুল আজহায় পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদান করার দাবি জানান।

 

 


আরো সংবাদ



premium cement