১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চরফ্যাশন উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির বিচার চাইলেন পরাজিত প্রার্থী

-

ভোট ডাকাতির সুষ্ঠু তদন্ত করে পুনর্নির্বাচন দাবি জানিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থী ফিরোজ প্লাবন কিবরিয়া। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
লিখিত বক্তব্যে ফিরোজ বলেন, চতুর্থ ধাপে অনুষ্ঠিত চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তিনি। নির্বাচনের শুরু থেকেই স্থানীয় এমপি’র মদদপুষ্ট মোটর সাইকেল মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের লোকজন তার কর্মী সমর্থকদের ওপর ব্যাপক হুমকি-ধামকি ও শারীরিকভাবে লাঞ্ছিতকরন শুরু করে। এ বিষয়ে চরফ্যাশন থানায় একাধিক অভিযোগও দায়ের করা হয়। যার ফলে মোটর সাইকেল প্রতীকের কয়েকজনকে পুলিশ আটক করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, নির্বাচনের দিন প্রায় সব কেন্দ্র থেকে তার ঘোড়া মার্কার এজেন্টদের বের করে দেয়া হয়। যা দায়িত্বরত ম্যাজিষ্ট্রেটকে জানানো হয়। ভোটারদেরও ভয়ভীতি দেখানো হয়। মোটর সাইকেল প্রার্থী মো: জয়নাল আবেদীন নির্বাচনের বিভিন্ন প্রচারণায় বলে বেড়িয়েছেন স্থানীয় এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব খামারবাড়িতে এক বর্ধিত সভায় বলেছেন, সাবেক অর্থাৎ জয়নাল আবেদীনের জন্য দলীয় নেতাকর্মীদের নির্বাচনে কাজ করতে হবে, যা অত্যন্ত দুঃখজনক এবং প্রধানমন্ত্রীর নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ঘোষণার পরিপন্থী।
ফিরোজ আরো বলেন, কেন্দ্র পরিদর্শনে বিভিন্ন সাংবাদিকদের জরিপে বিকেল ৩টা পর্যন্ত ৮-১০% ভোটার উপস্থিতি থাকলেও মাত্র এক ঘণ্টায় বিকেল ৪টায় ভোট দেখানো হয়েছে ২২-২৩%। এটা কিভাবে সম্ভব আমি জানতে চাই। এই ভোট ডাকাতির সুষ্ঠু তদন্তসহ পুনর্নির্বাচন দাবি করেন তিনি।

 


আরো সংবাদ



premium cement