খুলনায় মৎস্য ঘের মালিক ও ছেলের ওপর হামলা
- খুলনা ব্যুরো
- ১২ জুন ২০২৪, ০২:০০
খুলনায় উপজেলা নির্বাচনে বিরোধের জের ধরে মৎস্যঘের মালিক এস এম এ বাশার (৫০) ও তার ছেলে আলামিন মোহাম্মাদ বিন মাহির (১৩) ওপর হামলা এবং তাদের মাছের ঘের দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
দাকোপ উপজেলার কালিনগর বাজারে সংঘটিত এ হামলার ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ দাকোপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় মামলাকারীরা আতঙ্কে রয়েছেন।
হামলায় আহত ঘের মালিক এসএমএ বাশার জানান যে, তিনি দীর্ঘদিন ধরে কামারখোলা ইউনিয়নের সাহারাবাদ গ্রামে মৎস্য প্রজেক্ট করছেন। দীর্ঘদিন ধরে ঘেরটি দখলের জন্য একটি মহল চেষ্টা করছে। কামলারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মণ্ডলের সাথেও তার বিরোধ ও মামলা রয়েছে । তারা সবসময় ঘেরের ক্ষয়ক্ষতি ও দলের চেষ্টা করে আসছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা