কুষ্টিয়ায় নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
- কুষ্টিয়া প্রতিনিধি
- ১২ জুন ২০২৪, ০১:৫৯
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর চরে বেড়াতে যেয়ে নিখোঁজ স্কুলছাত্র আমানের লাশ ২৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে খুলনা থেকে আসা ডুবুরীরা ঘটনাস্থলের ১ মাইল ভাটি থেকে লাশটি উদ্ধার করে। খোকসা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কমলাপুর ঋষিপাড়া এলাকার ঠাকুরঘাট এলাকা থেকে আমানের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে জানিপুর ঘাটসংলগ্ন এলাকা আট সহপাঠী মিলে গড়াই নদীর চরে আসে আমান হাসান। সেখানে নদী রক্ষা বাঁধের ব্লকে দাঁড়িয়ে থাকা অবস্থায় পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয় আমান। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুুরিদল ওই ছাত্রকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালায়। এ ছাড়া এলাকাবাসী এ উদ্ধার কাজে সহযোগিতা করে কিন্তু লাশ উদ্ধার সম্ভব হয়নি।