কর্ণফুলীর বাকলিয়া দ্বীপে বর্জ্য শোধনাগার বন্ধ করতে আইনি নোটিশ
- চট্টগ্রাম ব্যুরো
- ১২ জুন ২০২৪, ০১:৫৩
কর্ণফুলীর মাঝখানের বাকলিয়া চরে (দ্বীপে) বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বন্ধ করতে লিগ্যাল নোটিশ দিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন ও সৃষ্টি (সোসাইটি ফর রুরাল এনভায়রনমেন্ট সেইফটি এন্ড ট্রেডিশনাল ইমপ্রুভমেন্ট) নামের সামাজিক সংগঠন। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জাতীয় নদী কমিশানের চেয়ারম্যান বরাবরে এই নোটিশ প্রদান করেন সংগঠনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আলী আজম।
নোটিশে উল্লেখ করা হয়, নদীর দ্বীপে বর্জ্য শোধনাগার হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য কর্ণফুলী নদীকে হত্যা করবে। যে কারণে প্রকল্পটি চট্টগ্রাম জেলার অন্য যেকোনো যুক্তিসংগত স্থানে সরিয়ে নেয়া হোক। সাত দিনের মধ্যে প্রকল্প স্থাপন পরিকল্পনা বন্ধ করে উক্ত চরে কর্ণফুলী তীরের এখনো টিকে থাকা ও বিলুপ্ত প্রজাতির গাছের বাগান সৃষ্টির ঘোষণা না দিলে হাই কোর্টে রিট মামলা দায়ের করা হবে।
এই বিষয়ে অ্যাডভোকেট আলী আজম বলেন, জনস্বার্থে সামাজিক দায়বদ্ধতা থেকে এই নোটিশ দেয়া হয়েছে। মাঝখানের দ্বীপে বর্জ্য শোধনাগার প্রকল্প স্থাপিত হলে নদীর স্বাভাবিক গতি প্রবাহ ধ্বংস এবং ভয়াবহ দূষণের স্বীকার হবে কর্ণফুলী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা