১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাঙ্গুনিয়ায় পানির স্রোতে নানী-নাতি নিখোঁজ

-

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খাল পার হওয়ার সময় পানির স্রোতে ভেসে গিয়ে নানী-নাতি নিখোঁজ রয়েছে। তারা হলেন নানী রোকেয়া বেগম (৪৫) ও নাতি মোহাম্মদ ইসমাইল (১০)। গতকাল সোমবার দুপুরে রাজানগর শিয়ালবুক্কা খালে এ ঘটনাটি ঘটেছে।
শিয়ালবুক্কা গ্রামের বাসিন্দা আবুল হাসেম বলেন, দুপুরের দিকে এখানে ভারী বৃষ্টিপাত হয়। নাতি ও নানী খামার থেকে বাড়ি ফেরার পথে শিয়ালবুক্কা খাল পার হওয়ার সময় আকস্মিকভাবে হঠাৎ উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে নাতি ও নানী ভেসে যায়।

 


আরো সংবাদ



premium cement