দিয়ার হ্যাটট্রিক স্বর্ণ রোমানের ৩ ব্রোঞ্জ
- ক্রীড়া প্রতিবেদক
- ১০ জুন ২০২৪, ০১:৩৮
জাতীয় আরচারিতে মহিলা রিকার্ভ এককে টানা তিনটি স্বর্ণ জিতেছেন দিয়া সিদ্দিকী। এটি দিয়ার হ্যাটট্রিক স্বর্ণ। কাল স্বর্ণনির্ধারণী ম্যাচে তিনি হারান পুলিশের জ্যোতি মনি চাকমাকে। তবে দিয়ার স্বামী তারকা আরচার রোমান সানা এবার কোনো স্বর্ণ জিততে পারেননি। পেয়েছেন তিনটি ব্রোঞ্জ। গত পরশু তিনি রিকার্ভ এককে গলায় তোলেন ব্রোঞ্জ। সেমিতে রোমান সানাকে হারান বাংলাদেশ পুলিশের হাকিম আহমেদ রুবেল। কাল ফাইনালে রুবেল আনসারের সাকিব মোল্লাকে হারিয়ে স্বর্ণ পান। স্ত্রী দিয়াকে নিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতেও স্বর্ণ জিততে পারেননি রোমান। সেমিতে হেরে পরে ব্রোঞ্জ পদক গলায় তোলেন। রিকার্ভ পুরুষ দলগততেও ব্রোঞ্জ পান রোমান সানা। জাতীয় দল থেকে অবসরে গিয়ে ফের অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নেন রোমান সানা। এ জন্য তাকে র্যাংকিং টুর্নামেন্টে ভালো করতে হবে। কিন্তু এবার তিনি রিকার্ভ এককে গতবারের স্বর্ণ হারিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। পুরুষ রিকার্ভের স্বর্ণ গেছে রুবেলের দখলে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা