১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় বরং দুর্নীতি বান্ধব : খেলাফত মজলিস

-

প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব বলার সুযোগ নেই বরং দুর্নীতি বান্ধব বলা যায়। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেশে ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করবে। অন্য দিকে সাধারণ জনগণের মাথার উপর ঋণ ও করের বোঝা বাড়ানো হচ্ছে। এখন বাজেট মানেই জনগণের উপর নতুন নতুন কর আর রাষ্ট্রের ঋণের বোঝা বৃদ্ধি। প্রস্তাবিত বাজেটে সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে দেশের বর্তমান অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠা সম্ভব নয়। দেশের বাজেট ও অর্থনীতিকে আইএমএফ, বিশ^ব্যাংকের খবরদারি ওলিগার্কদের প্রভাব মুক্ত রাখতে হবে। ঋণ খেলাপি, কর ফাঁকি ও অর্থ পাচার রোধ করতে হবে।
গতকাল খেলাফত মজলিস আয়োজিত বাজেট পর্যালোচনা সভায় বক্তারা এ কথা বলেন। পল্টনস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট পর্যালোচনা বৈঠকে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাবেক যুগ্ম সচিব নূরুল আলম, বিশিষ্ট ব্যাংকার আবু সালেহীন, মো: জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজীজুল হক, অ্যাডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম, মো: গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ মুহাম্মদ সানা উল্লাহ, ড. আনিসুর রহমান শিপলু, সেলিম হোসাইন, রাশেদুল ইসলাম, এইচ এম এরশাদ, জামিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement