কোটা পুনর্বহালের প্রতিবাদে খুবিতে মানববন্ধন
- খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
- ০৮ জুন ২০২৪, ০২:২৩
হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল আদেশের বিরুদ্ধে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।
শুক্রবার জুমার নামাজ পর বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ মানববন্ধন শুরু হয়, এ সময় শিক্ষার্থীরা কোটা পদ্ধতি পুনর্বহাল এর বিপক্ষে বক্তব্য দেন। তারা ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘কোটা বাতিল করো, ন্যায় বিচার আনো’, ‘কোটা ব্যবস্থা নয়, আমরা চাই সমতা’, ‘কোটার জলে শিক্ষা নেই মুক্তি চাই।’
‘কোটার নামে অন্যায় নয়, মেধার দ্বারা উঠবে জয়’, ‘১৮-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দেয়’ ইত্যাদি সেøাগান যুক্ত প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা কোনো দেশের স্বাভাবিক শিক্ষাব্যবস্থা হতে পারে না। দেশের বিপুলসংখ্যক বেকার সমস্যার মধ্যে শিক্ষার্থীদের ওপর কোটার মতো বৈষম্যমূলক বিভীষণ চাপিয়ে দেয়া হলে বেকার সমস্যা আরো বাড়বে। আমরা এই রায়ে অসন্তুষ্ট।
তারা আরো বলেন, সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবি জানাচ্ছি। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের চাকরি দিতে হবে। বর্তমানে মোট কোটা আছে ৫৬ শতাংশ আর মেধাবীদের জন্য মাত্র ৪৪ শতাংশ। এটা মেধাবীদের জন্য একটা বৈষম্য। হাইকোর্টের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই উচ্চ আদালত যেন কোটার পুনর্বহাল বাতিল করে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কোটা-পদ্ধতি বাতিল না করা হলে আগামী যেকোনো সময় বৃহৎ আন্দোলনের ডাক দেবেন বলে জানান।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র সম্প্রতি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা