স্বাস্থ্যবাজেট : বরাদ্দের হার হ্রাস
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রস্তাবিত স্বাস্থ্য বাজেট শতকরা হিসেবে ২০২২-২৩ অর্থ বছরের চেয়ে কমে গেছে। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ বছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ ধরা হয়েছে মোট বাজেটের ৫.২ শতাংশ। কিন্তু ২০২২-২৩ অর্থ বছরে মোট বাজেটের ৫.৪ শতাংশ বরাদ্দ ছিল স্বাস্থ্য খাতে। এবার স্বাস্থ্যে বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা।
নতুন অর্থ বছরের পরিচালন ও উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। টাকার হিসেবে নতুন অর্থ বছরে ২০২৩-২৪ অর্থ বছরের চেয়ে স্বাস্থ্য বাজেটে বেশি বরাদ্দ ধরা হয়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা। কিন্তু এই বাজেট পরে সংশোধন করা হয়। অতীতেও তা ঘটেছে। সংশোধন করা হলে ৫ থেকে ৬ হাজার টাকা অথবা এর চেয়ে বেশি কমে যায়। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরে স্বাস্থ্যের মোট বাজেট ছিল ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। অপরদিকে ২০২৩-২৪ অর্থ বছরে স্বাস্থ্যের বাজেট ছিল ৩৮ হাজার ৫১ কোটি টাকা। ২০২৩-২৪ সালে স্বাস্থ্যের সংশোািধত বাজেট নির্ধারণ করা হয়েছে মোট বাজেটের ৫ শতাংশ, ২০২২-২৩ অর্থ বছরে সংশোধিত বাজেট নির্ধারণ করা হয় মোট বাজেটের ৪.৫ শতাংশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা