আমরাই বিশ্বকে শাসন করছি : হার্দিক
- ক্রীড়া ডেস্ক
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
আয়ারল্যান্ডের সাথে ২০০৯ সালে দ্বিতীয় টি-২০ বিশ^কাপের পর চলতি আসরে আবার মুখোমুখি হয়েছিল ভারত। ইংল্যান্ডের নটিংহামে ওই ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়েছিল আইরিশদের। টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় দেখায়ও জয় রোহিত শর্মাদের। আর এর মধ্যে তিন দফায় ছয়টি টি-২০ খেলে সবগুলোতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সব মিলে ৮ ম্যাচের সব ক’টিতেই জিতেছে ভারত।
আয়ারল্যান্ডের বিপক্ষে গত পরশু আরো একবার ভারতীয় ব্যাটার ও বোলারদের দাপট দেখল ক্রিকেটবিশ্ব। আইরিশদের ৯৬ রানে অলআউট করে ৮ উইকেটের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে রোহিত-পান্ডিয়ারা। ম্যাচে চার ওভারে ২৭ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংস শেষে পান্ডিয়া অনেকটা দম্ভ করেই বলেন, ‘মাঠে এত দর্শক দেখাটা বেশ আনন্দদায়ক। আমরা ভারতীয়রা সব জায়গায়। আমরাই বিশ্বকে শাসন করছি। তাদের সমর্থন পেয়ে আমরা গর্বিত।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা