১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চবির ইসলামিক স্টাডিজ অ্যাসোসিয়েশনের ‘পাবলিক স্পিকিং কম্পিটিশন’ অনুষ্ঠিত

-


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামিক স্টাডিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানববিদ্যা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এন এম আবদুল মাবুদ, সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজের অধ্যাপক ড. মো: মুমতাজ উদ্দিন কাদেরীসহ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আলাউদ্দিন চৌধরী বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে যোগাযোগ করতে অবশ্যই ইংরেজি দরকার। তাই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা গুরুত্বপূর্ণ।
ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: মুমতাজ উদ্দিন কাদেরী বলেন, আমি আজকে খুবই আনন্দিত তোমাদের মুখ থেকে ইংরেজিতে পাবলিক স্পিকিং শুনে। ইংরেজি ও আরবি শুধু ভাষা নয় এটা যোগাযোগের অন্যতম মাধ্যম।
প্রধান অতিথির বক্তব্যে ড. আ ন ম আব্দুল মাবুদ বলেন, আমি মনে করি এই সেশনটি খুবই ফলপ্রসূ হয়েছে। আমি আমার সহকর্মীদের তোমাদের সাধুবাদ জানাই।

 


আরো সংবাদ



premium cement

সকল