সাবেক ছাত্রনেতা শফি আহমেদের ইন্তেকাল
- নেত্রকোনা প্রতিনিধি
- ০৫ জুন ২০২৪, ০১:০৩
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সাধারণ সম্পাদক ও ৯০-এর স্বৈরাচারবিরোধী গণ- আন্দোলনের অন্যতম নেতা শফি আহমেদ (৬২) সোমবার বিকেলে স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকাস্থ উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সব শ্রেণী-পেশার লোকজন শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে নেত্রকোনা মোক্তার পাড়া মাঠে ও রাত ৮টায় নিজ উপজেলা মদন পাবলিক হল মাঠে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ বুধবার নেত্রকোনা সাতপাই পৌর গোরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওয়ায়দুল কাদের, নেত্রকোনা ১ আসনের এমপি মোস্তাক আহমেদ রহী, ২ আসনের এমপি আশরাফ আলী খান খসরু, ৩ আসনের এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, ৪ আসনের এমপি সাজ্জাদুল হাসান, ৫ আসনের এমপি আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি আমিরুল ইসলাম, সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, সাধারণ সম্পাদক শামছুজ্জামান লিটন ও জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা