ডাচদের বোলিং তোপে সাদামাটা সংগ্রহ নেপালের
- ক্রীড়া প্রতিবেদক
- ০৫ জুন ২০২৪, ০০:২৫
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নেপাল ও নেদারল্যান্ড। ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃষ্টির কারণে রাত দশটার পর শুরু হয় ম্যাচ। টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ডাচ অধিনায়ক অ্যাডওয়ার্ডস। পাওয়ার প্লে’তে দুই উইকেট হারিয়ে ২৯ রান তোলে নেপাল। ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৫৩ রান। ৬৬ রানেই ৬ উইকেট হারানো নেপালকে টেনেছেন টেল এন্ডাররা। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১০৬ রানে ইনিংসের ইতি ঘটে নেপালের। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন রোহিত পাওডেল। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন কারন কেসি। দলের সাত ব্যাটার এক অঙ্কের ঘরে আউট হন। ৩টি করে উইকেট নেন টিম প্রিঙ্গেল, লোঘান, দুটি করে উইকেট নেন পল ও বাস ডি লিডে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ডাচরা ব্যাট করতে নামেনি।
ইংলিশদের পরীক্ষা নিচ্ছিল স্কটিশরা : দেড়শ বছরের পুরোনো প্রতিদ্বন্দ্বিতা! গ্রেট ব্রিটেনের বিগ থ্রির মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-স্কটল্যান্ড। আটলান্টিকের পাড়ে বার্বাডোজের কিংসটাউন ওভালে দেশ দুটি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। ১৮৭০ সালে ফুটবলের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা শুরু। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে প্রথমবার লড়েছে। ক্রিকেটে দুই দলের লড়াই শুরু হয় ওয়ানডে দিয়ে। ইংল্যান্ড-স্কটল্যান্ড প্রথমবার মুখোমুখি হয় ২০০৮ সালে। ২০১৮ সাল পর্যন্ত ৫টি ম্যাচ খেলে তারা। সবশেষ দেখায় জয়ী হয় স্কটিশরা।
গতকাল বৃষ্টিতে বিঘিœত হয় তাদের টি-২০ ম্যাচটি। বার্বাডোজের কিংসটাউন ওভালে টস হেরে ফিল্ডিং করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বৃষ্টিতে প্রায় ১ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৯ রান করে স্কটল্যান্ড। জোনস ২৯ ও মুনসে ১৭ রানে ব্যাটিং করছেন। স্কটিশ ব্যাটারদের ঝড়ের পর বার্বাডোজে আবার বৃষ্টির হানা। বৃষ্টির আগে ৬.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান করে স্কটল্যান্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিতে খেলা বন্ধ ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা