১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আগৈলঝাড়ায় স্বামীর বাড়ি থেকে ৫ম শ্রেণীর ছাত্রীর পলায়ন

বাবার বাড়িতে শিকলে বেঁধে নির্যাতন
আগৈলঝাড়ায় বাবার বাড়িতে শিকলে বাঁধা হাবিবা আক্তার : নয়া দিগন্ত -

বরিশালের আগৈলঝাড়ায় পরিবারের অসচেতনতায় বাল্যবিয়ে দেয়া পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রী স্বামীর বাড়ি থেকে পালিয়ে আসায় তাকে বাবার বাড়িতে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত রোববার বিকেলে সমাজসেবা অফিসারের কার্যালয়ে শর্তসাপেক্ষ শিক্ষার্থীকে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের জামাল হাওলাদারের মেয়ে, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী হাবিবা আক্তারের সাথে দুই মাস আগে একই উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে সাজিদ মোল্লার সাথে স্থানীয় লোকজনের উপস্থিতিতে শিশুর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া হয়।
স্বামী ও তার পরিবার সদস্যদের নির্যাতন সইতে না পেরে শনিবার সকালে সে বাবার বাড়ি পালিয়ে আসে। স্বামীর বাড়ি থেকে পালিয়ে আসার কারণে হাবিবার বাবা জামাল, মা মারুফা বেগম, দুলাভাই আল আমিন আকন তাকে ঘরের খুঁটির সাথে শিকলে বেঁধে মারধর করার অভিযোগ ওঠে। স্কুলছাত্রী হাবিবার মা মারুফা বেগম সমাজসেবা অফিসে বসে জানিয়েছেন- তারা হতদরিদ্র পরিবারের হওয়ায় মেয়ের লেখাপড়া করাতে কষ্ট হওয়ায় তাকে বিয়ে দিয়েছিল। স্বামীর বাড়ি থেকে পালিয়ে আসায় এবং সেখানে ফিরে যেতে না চাওয়ায় তাকে শিকলে বেঁধে রাখা হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শনকারী থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, স্থানীয়ভাবে শিশু নির্যাতনের মৌখিক খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নী। অভিযোগের ঘরটিও তালাবদ্ধ পাওয়া যায়। ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

 


আরো সংবাদ



premium cement