শহীদি খুনের বদলায় এ দেশে ইসলামের বিজয় হবে : শাহজাহান চৌধুরী
- চট্টগ্রাম ব্যুরো
- ০৪ জুন ২০২৪, ০১:৪৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, এ দেশে আল্লাহর দ্বীন তথা ইসলামের বিজয়ের জন্য জামায়াতে ইসলামী অনেক ত্যাগ ও কুরবানি পেশ করেছে। জামায়াতের নেতা-কর্মীরা দ্বীন প্রতিষ্ঠার জন্য জান ও মালের কুরবানি দিচ্ছেন। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে এটা ঈমানের অপরিহার্য দাবি। জামায়াতের কর্মীদের সত্যিকার ঈমানদার হিসাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। তিনি বলেন, শহীদি খুনের বদলায় এ দেশে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি সবাইকে শপথের কর্মী হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।
গতকাল সোমবার জামায়াতে ইসলামী ইপিজেড থানার অগ্রসর কর্মী ও নেতাদের নিয়ে এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মুহাম্মদ ওসমান গণি প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা