কলেজে ভর্তির বোর্ড ফি সরাসরি পরিশোধের সুযোগ
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ জুন ২০২৪, ০০:০০
কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সার্ভার জটিলতা কাটেনি। কলেজে ভর্তির অনলাইনে আবেদন করা গেলেও পেমেন্ট অপশনে গিয়ে ফি পরিশোধে জটিলতায় অনেকে আবেদন করতে পারছিলেন না। ফলে আবেদনের গতিও মন্থর হয়ে যায়। এর ফলে গতকাল রোববার শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে, এখন থেকে ভর্তির জন্য ফি সরকারি অর্থাৎ মোবাইল ব্যাংকিং বা বিকাশের মাধ্যমে জমা দেয়া যাবে।
সূত্র জানায়, কয়েক দিন থেকেই একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন কার্যক্রম চলছে। কিন্তু অনলাইনে ভর্তির আবেদন করতে পারলেও বোর্ডের ফি পরিশোধ করতে পারছিল না শিক্ষার্থীরা। সেই জটিলতা নিরসনের জন্য এবার সরাসরি পেমেন্ট দেয়ার ব্যবস্থা করেছে ভর্তিসংক্রান্ত কমিটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়েছে। গতকাল রোববার একাদশ শ্রেণীতে ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। তিন ধাপের প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া চলবে ১১ জুন পর্যন্ত।
এ-সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, আবেদনকারীদের সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা নেয়া হয়েছে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগইন করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না।
এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। পূর্ব ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল, তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন। পরে ‘লিংক অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিংক ভুল দেখানোসংক্রান্ত একটি ত্রুটি ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজটি হয়। আগের মতো এবারো একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অবশ্য ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো শিক্ষার্থী ভর্তি করে থাকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা