১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পানিবন্দী মানুষের সাহায্যার্থে সম্মিলিতভাবে এগিয়ে আসুন : অ্যাডভোকেট জুবায়ের

-

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সম্প্রতি আকস্মিক বন্যায় সিলেটের পাঁচটি উপজেলার পাশাপাশি নগরীর নিম্নাঞ্চলের মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে বস্তিতে বসবাসকারী অসহায় হতদরিদ্র মানুষগুলো বেশি ক্ষতির সম্মুখীন। তাদের প্রয়োজনীয় আসবাবপত্র পানিতে নষ্ট হয়েছে। কিছু জায়গায় বর্তমান বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল নামলে নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে যেতে পারে। পানিবন্দী মানুষের দুঃখ দুর্দশা ক্রমশ বেড়ে চলেছে। আর্তমানবতার আহ্বানে সাড়া দিয়ে বন্যার্ত মানুষের সাহায্যে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে পর্যাপ্ত সরকারি বরাদ্দ নিশ্চিত করতে সিলেট সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে। গণমানুষের প্রিয় কাফেলা জামায়াতে ইসলামী এই দুর্যোগে মানুষের পাশে রয়েছে। দলমত নির্বিশেষে সবার এগিয়ে আসা উচিত।

তিনি রোববার বিকেলে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর বন্যাকবলিত ২৫ নং ওয়ার্ডের তেররতন এলাকা, ২২ নং ওয়ার্ডের উপশহর সি ব্লক এবং ১৫ নং ওয়ার্ডের যতরপুর সোবহানীঘাট এলাকা পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দী মানুষের খোঁজখবর নেন। জামায়াতের পক্ষ থেকে সহযোগিতার আশ^াস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, মহানগরীর শাহপরাণ পশ্চিম থানা আমির মু. শাহেদ আলী, জামায়াত নেতা হামিদ বক্স মুহিন, আব্দুল্লাহ আল মাসউদ, আবু হাসান, মনোয়ার হোসেন, কুতুব উদ্দিন, সালমান ও খসরু প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement

সকল